You will be redirected to an external website

বাবার গ্রেপ্তারির ঠিক ৮ মাস পরই গ্রেফতার করা হলো অনুব্রত কন্যাকে !

গ্রেফতার হলো সুকন্যা মন্ডল ! সংগৃহীত ছবি

বাবার গ্রেপ্তারির ঠিক ৮ মাস পরই গরুপাচার মামলার দায়ে গ্রেফতার করা হলো অনুব্রত কন্যাকে ।ইডির জিঙ্গাসাবাদের সময় বিভ্রান্তের চেষ্টা করেছিল সুকন্যা এমনকি কেনে প্রশ্নেরই যথাযথ উত্তর দেন নি যার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি ইডির । যদিও সুকন্যা কে বহুবার দিল্লী তে ডাকা হয়েছিল কিন্তু সেখানেও তিনি হাজিরা দেননি । 

ইডি সূত্রের খবর, গরু পাচার মামলায় এখনও যা তথ্য হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে, যা লেনদেন হয়েছে তাতে সুকন্যার নামে একাধিক লেনদেন ধরা পড়েছে। একাধিক নথিতে সুকন্যার সই রয়েছে। অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা করে ইডি জানতে পারে, গরু পাচার করে যে টাকা হাতে এসেছে। তাতে সুকন্যা মণ্ডল সরাসরি লাভবান হয়েছেন। এর আগে বারবার তিনি দাবি করেছিলেন যা তথ্য সব তাঁর বাবা এবং হিসাবরক্ষক জানেন। এর আগে একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছিলেন। এবার হাজিরা দিলেও এদিকে জিজ্ঞাসাবাদের সময় কোনওভাবেই সহযোগিতা করছিলেন না সুকন্যা, এমনটাই দাবি ইডির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইডি।

ইডি সৃত্রে জানা যায় সুকন্যার নামে রয়েছে বিপুল অঙ্কের সম্পত্তি , কোটি কোটি টাকা , চালের  কল প্রভৃতি । সুকন্যা প্রাথমিক স্কুলের একজন শিক্ষক যার কারণে এত টাকার সম্পত্তি তার হওয়ার কথা নয় । এই সম্বন্ধে তাকে জিজ্ঞাসাবাদ করায় সম্পূর্ণ উল্টো কথা বলেছেন সুকন্যা বিভিন্ন ভাবে বিভ্রান্ত করা হয়েছে ইডি দফতরের আধিকারীকদের  । ইডি আধিকারীকদের মতে , সম্পূর্ণ তথ্য লুকানোর চেষ্টাো করেছেন তিনি যার দরুণ গ্রেফতার করা হয় অনুব্রত কন্যাকে ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

২৪ ঘন্টার মধ্যেই আছড়ে পড়...