You will be redirected to an external website

বঙ্গোসাগরের বুকে ফুঁসছে মোকা ,২৪ ঘণ্টার মধ্যেই তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় !

মোকার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভবনা । সংগৃহীত ছবি

বঙ্গোসাগরের বুকে ক্রমেই শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝ়ড় থেকে আরও প্রচণ্ড রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় মোকা। পরিণত হয়েছে মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে। বিবৃতি জারি করে এমনটাই জানাল মৌসম ভবন। আবহবিদরা জানিয়েছেন, মধ্য বঙ্গোপসাগরের থেকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার রাতের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বর্তমানে পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা। মায়ানমারের সিতওয়ে থেকে মোকা রয়েছে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে আরও ঝড় তুলবে মোকা। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে গিয়ে হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার দুপুরের দিকে শক্তি কিছুটা কমিয়ে মোকা অতি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের কক্সবাজার এবং মায়নমারের কাউকপুর মধ্যে দিয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি, সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বৃষ্টিতে ভিজবে রাজ্যও, ত...