You will be redirected to an external website

Modi-Mamata: প্রথম দফার আগে ফের একইদিনে উত্তরবঙ্গে মোদী-মমতা

Modi-Mamata:-প্রথম-দফার-আগে-ফের-একইদিনে-উত্তরবঙ্গে-মোদী-মমতা

প্রথম দফার আগে ফের একইদিনে উত্তরবঙ্গে মোদী-মমতা

এদিকে দফায় দফায় বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিন আগেই এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পিছিয়ে নেই তৃণমূলও। লাগাতার উত্তরে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন মোদী-মমতা। আগামী ১৬ তারিখ বালুরঘাট ও রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করার কথা রয়েছে মোদীর। 

মোদী, মমতার পাশেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। একাধিক কর্মসূচিও রয়েছে তাঁরও। প্রসঙ্গত, শেষ লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮ আসনের মধ্যে ৭টিই গিয়েছিল পদ্ম খাতায়। এবার হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল, বিজেপি দুই শিবিরেরই পাখির চোখ এখন উত্তরবঙ্গ। তা মোদী মমতার ঝোড়ো সফরই বুঝিয়ে দিচ্ছে। এদিকে উত্তরবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ধরে রাখতে চায় বিজেপি। আলাদা করে নজর দেওয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত মালদা দক্ষিণ আসনের দিকে।

তবে মালদহ দক্ষিণ ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, মালদহ উত্তর, রায়গঞ্জ, দার্জিলিংয়ের উপরেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের আট আসনেই জিততে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সে কারণেই স্বরাষ্ট্র মন্ত্রীর পর প্রধানমন্ত্রীর সফর বলে মনে করা হচ্ছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-Update::-বৃষ্টি-এখনও-চলবে,পরপর-সাতদিন-বৃষ্টি,কেমন-থাকবে-আবহাওয়া Read Next

Weather Update:: বৃষ্টি এখনও চলবে,প...