You will be redirected to an external website

NDA meeting: বিরোধী জোটের বৈঠকের সময়ই এনডিএর সভা করবেন মোদী-শাহেরা

NDA-meeting:-বিরোধী-জোটের-বৈঠকের-সময়ই-এনডিএর-সভা-করবেন-মোদী-শাহেরা

এনডিএর সভা করবেন মোদী-শাহেরা

বেঙ্গালুরুতে বিরোধী নেতারা মঙ্গলবার যখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নির্ধারণে ব্যস্ত থাকবেন, তখন দিল্লিতে সহযোগীদের সঙ্গে আলোচনায় বসবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নড্ডারা। উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে এনডিএ-র সম্প্রসারণ। বিজেপি সভাপতি জেপি নড্ডা সোমবার বলেন, ‘‘এনডিএ-র মঙ্গলবারের বৈঠকে ৩৮টি দলের নেতৃত্ব হাজির থাকবেন।’’

কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেলের আপনা দল এবং পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির মতো সহযোগী দলগুলির পাশাপাশি এনডিএতে সদ্য যোগ দেওয়া জিতনরাম মাঝিঁর ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’, উপেন্দ্র কুশওয়াহার ‘রাষ্ট্রীয় লোক জনতা দল’, ওমপ্রকাশ রাজভরের ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’ আমন্ত্রণ পেয়েছে এই বৈঠকে।

এমনকি, একদা বিজেপির সহযোগী চন্দ্রবাবু নায়ডুর ‘তেলুগু দেশম পার্টি’, সুখবীর সিংহ বাদলের ‘শিরোমণি অকালি দল’, চিরাগ পাসোয়ানের ‘লোক জনশক্তি পার্টি ’-এর কাছেও এনডিএ বৈঠকের চিঠি পৌঁছেছে বলে বিজেপি সূত্রের খবর। বিরোধী শিবিরের সাম্প্রতিক তৎপরতার আবহে বিজেপির এই উদ্যোগকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। প্রথম মোদী সরকারের আমলে এনডিএর নিয়মিত বৈঠক হলেও ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি একারই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাওয়ার এনডিএ কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছিল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kedarnath-Temple:-মোবাইলের-ব্যবহারও-নিষিদ্ধ-হল-কেদারনাথ-এবং-বদ্রিনাথ-মন্দিরে Read Next

Kedarnath Temple: মোবাইলের ব্যবহার...