উৎসবের মরসুমে স্বদেশী জিনিস ব্যবহারের পরামর্শ মোদীর
বহু বিদেশি সংস্কৃতির মতোই এদেশেও জন্মদিনে শুভেচ্ছা জানানো হয় ইংরেজি ভাষায় হ্যাপি বার্থ ডে গানটি গেয়ে। কিন্তু রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাঁর জন্য জন্মদিনের শুভেচ্ছা গান গাওয়া হল সংস্কৃত ভাষায়। ‘‘জন্ম দিনম ইধম আয়ি প্রিয় সখে। শান্তনতু তে সর্বদা মুড়ম।। প্রার্থয়ামাহে ভব শতায়ুষি। ঈশ্বরস-সদাত্বাম চা রক্ষতু।। পুণ্য কর্মনা কৃতিমার্যয়া। জীবনম তব ভবতু সার্থকম।
রবিবার, ১৭ সেপ্টেম্বর, ছিল প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন। তার জন্মদিনের উদ্যাপনের পরতে পরতে এ বার ছিল দেশীয় সংস্কৃতির ঝলক। নিজের বিশেষ নিরাপত্তার গাড়ি ছেড়ে মোদী সফর করেন দিল্লি মেট্রোয়। এর পাশাপাশি নিজের জন্মদিন ‘প্রিয় দেশবাসী’কে একটি অনুরোধও করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘সামনে উৎসবের মরসুম— গণেশ চতুর্থী, দীপাবলি, ধনতেরস আসছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই মরসুমে আপনারা যখন কেনাকাটা করবেন, তখন বিদেশি জিনিস কিনবেন না। বদলে স্বদেশী দ্রব্য কিনুন। দেশের সংস্কৃতি এবং কারিগরিকে উৎসাহ দিন।’’ বস্তুত স্বদেশী কারিগরদের উৎসাহ দিতে রবিবার নিজের জন্মদিনে ‘পিএম বিশ্বকর্মা’ নামে একটি প্রকল্পেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
রবিবার মোদীর জন্মদিনের সকাল থেকেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছিল উদ্যাপন অনুষ্ঠান। মোদী নিজে দিল্লিতে থাকলেও তাঁর নিজের রাজ্য গুজরাতে তাঁর কাটআউটের মুখে মিষ্টি দিয়ে জন্মদিন পালন করা হয়। দিল্লির বাসভবনের বাইরেও উপচে পড়ে শুভেচ্ছা বার্তা। দুপুরে ছিল মোদীর বিশেষ কর্মসূচি। নিজের জন্মদিনে দিল্লিতে যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন মোদী। তবে তার আগে দিল্লি মেট্রোর একটি নতুন বর্ধিত অংশের উদ্বোধন করতে দ্বারকা স্টেশনে যান প্রধানমন্ত্রী।