You will be redirected to an external website

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদীর, রেলকে কটাক্ষ মমতার

অন্ধ্রপ্রদেশে-ট্রেন-দুর্ঘটনায়-আর্থিক-ক্ষতিপূরণ-ঘোষণা-মোদীর,-রেলকে-কটাক্ষ-মমতার

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদীর

ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত ২৫ জন। তবে উদ্ধারকাজ এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 

আলামান্দা স্টেশনের কাছে প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনার পরই দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। তারপর পিএমও অফিসের তরফে টুইট করে এই ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ হাজার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। 

অন্যদিকে, আলামান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, “কখনও দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কখনও বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীদের কোচে আটকে পড়া এবং ভাগ্যের কাছে আত্মহত্যা: এটি একটি সবচেয়ে দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তিমূলক ঘটনা হয়ে উঠেছে!!” নিহতদের স্বজনদের পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত উদ্ধারকাজ সম্পূর্ণ করা ও এই দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Jyotipriya-Mallick:-হাসপাতালে-ইডি-আধিকারিক,-‘স্থিতিশীল’-বালু-কি-সোমবারই-ইডির-ঘরে? Read Next

Jyotipriya Mallick: হাসপাতালে ইডি আধ...