রাজস্থানে মহিলা নির্যাতন নিয়ে সরব মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চিতোরগড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। তার পরে এক জনসভায় মোদী রাজস্থানের অশোক গহলৌতের কংগ্রেস সরকারকে নিশানা করে বলেন, ‘‘দুঃখের সঙ্গে বলছি, অপরাধের কথা এলে রাজস্থান শীর্ষে আসে। অরাজকতা, দাঙ্গা, পাথরবাজির কথা এলে রাজস্থানের বদনাম হয়। মহিলা, দলিত, অনগ্রসরদের উপরে অত্যাচারের মামলায় আজ রাজস্থানের সবচেয়ে বেশি বদনাম হচ্ছে।’’
কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ জবাবে বলেন, প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে একটা শব্দও উচ্চারণ করেন না। মহিলা কুস্তিগিরদের উপরে নির্যাতনের অভিযোগ সত্ত্বেও নিজের দলের সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি। পদকজয়ী কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের নিষ্ঠুরতার নিন্দা করেন না। কিন্তু ভোট এলে নির্লজ্জের মতো মিথ্যে বলেন।
মোদী আজ উদয়পুরে এক দর্জির খুনের ঘটনার প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেন, ‘‘জামা সেলাইয়ের অজুহাতে এলে গলা কেটে চলে যায়। সেই ভিডিয়ো করে ইউটিউবে দেয়। সেখানেও কংগ্রেস ভোটের রাজনীতি করে। তুষ্টিকরণের রাজনীতি করে।’’ গহলৌতকে কটাক্ষ করে মোদী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজের গদি বাঁচাতে ব্যস্ত। অর্ধেক কংগ্রেস ওঁকে মুখ্যমন্ত্রীর গদি থেকে উৎখাত করতে ব্যস্ত রয়েছে।’’