You will be redirected to an external website

Narendra Modi: ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন মোদি, একদিনে দক্ষিণবঙ্গে ৩ জনসভা

Narendra-Modi:-ফের-নির্বাচনী-প্রচারে-বাংলায়-আসছেন-মোদি,-একদিনে-দক্ষিণবঙ্গে-৩-জনসভা

ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন মোদি

বাংলার ৪২ আসনের মধ্য়ে উত্তরবঙ্গের ৬ কেন্দ্রে নির্বিঘ্নেই মিটেছে ভোটগ্রহণ পর্ব। এবার দক্ষিণবঙ্গের পালা। আগামী ৭ মে উত্তরে দুই আসনের সঙ্গে ভোটগ্রহণ শুরু দক্ষিণবঙ্গেও। আর তার আগে ফের বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, আগামী ৩ মে মোদি দক্ষিণবঙ্গে তিনটি জনসভা করবেন। কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব  ও বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি। তার চূড়ান্ত সূচি তৈরি। প্রস্তুতিও শুরু হয়েছে। 

২০১৯ লোকসভা ভোটের তুলনায় বাংলা থেকে চব্বিশের নির্বাচনে (Lok Sabha Election 2024) বেশি আসন পাওয়াকে পাখির চোখ করেছে বিজেপি (BJP)। সেই লক্ষ্যে লাগাতার বঙ্গে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। ইতিমধ্যে বাংলায় বেশ কয়েকটি জনসভা করে গিয়েছেন মোদি। 

এবার দক্ষিণবঙ্গের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ৩ মে, শুক্রবার মোদি একইদিনে তিনটি জনসভা করবেন কৃষ্ণনগর, বোলপুর ও বর্ধমান পূর্বে। কৃষ্ণনগরে (Krishnanagar) মহুয়া মৈত্রকে পরাস্ত করতে এবার বিজেপির বাজি ‘রাজমাতা’ অমৃতা রায়। তিনি প্রার্থী হওয়ার পরই ফোনে তাঁর সঙ্গে কথা বলে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

temperature-record:-চুয়াল্লিশ-বছর-পর-আবার-ফিরল-সেই-দিন!-স্বস্তির-বৃষ্টির-খবর-দিল-হাওয়া-অফিস? Read Next

temperature record: চুয়াল্লিশ বছর প...