You will be redirected to an external website

PM Modi: অযোধ্যায় বিমানবন্দর এবং রেলস্টেশন উদ্বোধনের আগের রাতে বার্তা মোদীর

PM-Modi:-অযোধ্যায়-বিমানবন্দর-এবং-রেলস্টেশন-উদ্বোধনের-আগের-রাতে-বার্তা-মোদীর

বিমানবন্দর এবং রেলস্টেশন উদ্বোধনের আগের রাতে বার্তা মোদীর

শনিবার অযোধ্যায় রেলস্টেশন এবং বিমানবন্দর উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের রাতে নতুন পোস্ট করেছেন তিনি। অযোধ্যার কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন।

মোদী লিখেছেন, ‘‘ভগবান শ্রীরামের অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো তৈরি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্যরক্ষা করতে আমাদের সরকার বদ্ধপরিকর। আমি শনিবার অযোধ্যায় নতুন করে তৈরি করা বিমানবন্দর এবং রেলস্টেশনটির উদ্বোধন করব। পাশাপাশি, অযোধ্যায় আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করব, যা অযোধ্যা, উত্তরপ্রদেশ এবং সর্বোপরি দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে।’’

রামমন্দির উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে অযোধ্যা শহরকে। সেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। শনিবার তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই বিমানবন্দরের নাম ছিল ‘মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর’। সূত্রের খবর, বিমানবন্দরের নতুন নাম রাখা হতে চলেছে রামায়ণ মহাকাব্যের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Air-India-Flight:-বিপুল-অব্যবস্থা-এয়ার-ইন্ডিয়ায়,-কর্মী-নেই-বলে-বাতিল-বিমান!- Read Next

Air India Flight: বিপুল অব্যবস্থা এ...