তৃতীয় দফার ভোটের আগে শুক্রবার বাংলায় ফের মোদি ঝড়
তৃতীয় দফার ভোটের আগে শুক্রবার বাংলায় ফের মোদি ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন শুরুতেই বাংলা ভাষাতেই কুশল জানতে চান বীরভুমবাসীর। বিজেপি কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়ে বোলপুরের সভা থেকে একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের একের পর এক খোঁচা ছুড়ে দেন মোদি।
মোদির কথায়, “কংগ্রেস যা পারেনি তা ১০ বছরে করেছি। গত তিন দশকে নতুন শিক্ষানীতি চালু করতে পারেনি কংগ্রেস। গত ৬০ বছরে যত মেডিকেল কলেজ তৈরি হয়েছে গত ১০ বছরে তার বেশি মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে দেশে।
এরপরেই জোটকে তুমুল কটাক্ষ ছুড়ে দিয়ে মোদি ইন্ডিয়া জোটকে ‘কোরাপশন’ জোট বলে আখ্যা দিয়ে বলেন একই পথে চলছে তৃণমূল কংগ্রেসও। তাঁর কথায়, “দুর্নীতির রেকর্ড করেছে তৃণমূল। রেশন, কয়লা, পশু কেলেঙ্কারি করেছে তৃণমূল। আপনার পকেট কেটেছে। তৃণমূল দুর্নীতির দোকান খুলে বসেছে।