You will be redirected to an external website

খাবেন ডাবের জল, ঘুমোবেন মেঝেতেই, রামমন্দির উদ্বোধনের আগে কঠোর সংযম মোদির

খাবেন-ডাবের-জল,-ঘুমোবেন-মেঝেতেই,-রামমন্দির-উদ্বোধনের-আগে-কঠোর-সংযম-মোদির

রামমন্দির উদ্বোধনের আগে কঠোর সংযম মোদির

রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) আগে এভাবেই কঠোর সংযম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার ১১ দিন আগে থেকেই সংযম করছেন তিনি। উল্লেখ্য, মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার ‘পবিত্র দায়িত্বভার’ গিয়ে পড়েছে তাঁর কাঁধে। তাই ১১ দিন তিনি নানাবিধি বিধিনিষেধের মাধ্যমে ব্রত পালন করে ‘অন্তরের পবিত্রতাকে জাগ্রত’ করছেন প্রধানমন্ত্রী।

মোদির (Narendra Modi) নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সূত্রে খবর, ১১ দিন ধরে ডাবের জল ছাড়া আর কোনও খাদ্য গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাবেন প্রধানমন্ত্রী। 

অন্যদিকে সূত্রের খবর, ২২ জানুয়ারি নয়, তার আগেই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন নমো। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী একদিন আগেই পৌঁছে যাবেন অযোধ্যায়। অর্থাৎ রাম জন্মভূমিতে নমো পৌঁছবেন আগামী ২১ জানুয়ারি, রবিবার। ইতিমধ্যেই তাঁর নয়া কর্মসূচি নির্ধারিত হয়েছে। ঘন কুয়াশার জেরে একের পর এক বিমান বাতিল হচ্ছে গোটা দেশে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রামমন্দির-উদ্বোধন-ঘিরে-শহরে-বাড়তি-সতর্কতা-লালবাজারের Read Next

রামমন্দির উদ্বোধন ঘিরে ...