You will be redirected to an external website

Hooghly: ‘ব্যথা করবে, হাত নামান’, হুগলীর সভায় হঠাতই মা-কে পেলেন মোদী

Hooghly:-‘ব্যথা-করবে,-হাত-নামান’,-হুগলীর-সভায়-হঠাতই-মা-কে-পেলেন-মোদী

হুগলীর সভায় হঠাতই মা-কে পেলেন মোদী

এদিন মাতৃ দিবস। সেই উপলক্ষে হুগলীর সভায়, প্রধানমন্ত্রীকে একটি ছবি উপহার দিলেন দুই যুবক। ছবি দুটি তাঁর মা, প্রয়াত হীরাবেন মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এই অনন্য উপহার পেয়ে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী বলেন, “এখানে দুই কোনে দুই সজ্জন ব্যক্তি দুটি ছবি তৈরি করে এনেছেন। অনেকক্ষণ ধরে তাঁরা হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন। আমি তাঁদের বলছি, আপনাদের হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু, আপনারা এত ভালবাসা দিয়ে এই ছবি দুটি তৈরি করেছেন। তাও আবার আমার মায়ের ছবি। আমি এর জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ জানাতে চাই।”

এই প্রসঙ্গে, পশ্চিমী দেশে এবং ভারতে মাতৃ দিবস পালনের তফাতও ধরিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমী দেশে মানুষ এই দিনটিকে মাতৃ দিবস হিসাবে উদযাপন করে। কিন্তু ভারতে, আমরা রোজই আমাদের মায়েদের পুজো করি। বছরের ৩৬৫ দিনই মা দুর্গা, মা কালী এবং ভারত মাতার পূজা করি।” প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া ছবিদুটির একটিতে, প্রধানমন্ত্রীকে মেঝেতে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর হাত রয়েছে তাঁর মায়ের কোলে। অপর ছবিটিতে তাঁর মায়ের হাত রয়েছে প্রধানমন্ত্রী মোদীর কাঁধে। 

এদিন, হুগলীর সভার আগে, ব্যারাকপুরেও এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ব্যারকপুরের সভায় তৃণমূল কংগ্রেসের ‘ভোট-ব্যাঙ্ক রাজনীতি’র নিন্দা করেন প্রধানমন্ত্রী মোদী। সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস আশ্রীত গুণ্ডারা, নির্যাতিতা মহিলাদের হুমকি দিচ্ছে। এই সভার আগে, ব্যারাকপুর শহরে একটি রোডশো-ও করেন প্রধানমন্ত্রী। এই রোডশো, প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে ছিল না। আগে থেকে কোনও প্রস্তুতি না থাকলেও, প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ফের-দিলীপ-ঘোষের-কনভয়ে-হামলার-অভিযোগ-উঠল,--আহত-হয়েছেন-দুই-নিরাপত্তা-রক্ষী Read Next

ফের দিলীপ ঘোষের কনভয়ে হ...