বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী মোদী । সংগৃহীত ছবি
রবিবার বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি সংরক্ষণের প্রচেষ্টায় জড়িত ফ্রন্টলাইন ফিল্ড স্টাফ এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গেও কথা বলবেন।তিনি মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হাতি শিবিরও পরিদর্শন করবেন এবং হাতি শিবিরের মাহুতদের সাথে মতবিনিময় করবেন। কালো টুপি, খাকি প্যান্ট আর জলপাই রঙের টি-শার্ট। হাতে ধরা হাতাকাটা জ্যাকেট। আপাদ মস্তক জংলা পোশাকে সেজে বাঘেদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
তিনি বাঘ সংরক্ষণের ফিল্ড ডিরেক্টরদের সাথেও আলাপ-আলোচনা করবেন বলে জানা গিয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বান্দিপুর এবং মুদুমালাই টাইগার রিজার্ভের পথে রয়েছেন। পিএমও অনুসারে, প্রধানমন্ত্রী মোদী ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স চালু করবেন।
আইবিসিএ বিশ্বের সাতটি বড় বিড়াল - বাঘ, সিংহ, চিতাবাঘ, স্নো লেপার্ড, পুমা, জাগুয়ার এবং চিতা-এর সুরক্ষা ও সংরক্ষণের দিকে মনোনিবেশ করবে বলে পিএমও বিবৃতিতে বলা হয়েছে।প্রধানমন্ত্রী মোদী 'প্রজেক্ট টাইগারের ৫০ বছর স্মরণে' অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন। প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদী।
প্রাথমিক পর্যায়ে বাঘের সংখ্যা বাড়াতে মোট ৯টি সংরক্ষিত বনাঞ্চলকে বেছে নেওয়া হয়েছিল। ১৮ হাজার ২৭৮ বর্গ কিলোমিটার জঙ্গলে শুরু হয় বাঘ সংরক্ষণের কাজ। বর্তমানে গোটা দেশে সংরক্ষিত বনাঞ্চলের সংখ্যা ৫৩। ৭৫ হাজার বর্গ কিলোমিটার জুড়ে যা ছড়িয়ে রয়েছে।কেন্দ্রের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বছরে ৬ শতাংশ হারে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিন হাজারের কাছাকাছি বাঘ রয়েছে গোটা দেশে। এই সংখ্যা যথেষ্ট স্বস্তি দায়ক বলেই মানছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।