টাকা আটকে রাখার অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! সংগৃহীত ছবি
বাংলার মানুষের টাকা জোরজবরদস্তি আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার কোচবিহারের সমাবেশে তিনি অভিযোগ করেন, ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে দিল্লি। ২ কোটি ৬৫ লক্ষ মানুষের জীবন নির্ভর করছে এই প্রকল্পের উপর৷ আর তাদের টাকা জোরজবরদস্তি আটকে রাখা হয়েছে৷ এই টাকা ফিরিয়ে আনতে মানুষকে পাশে থাকতে হবে৷
২০১৯ ও ২০২১ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূল যে ভালো ফল করতে পারেনি, তা স্বীকার করে নেন তৃণমূল সাংসদ। তিনি জানান, প্রথমে ৯টির মধ্যে ৭টিতে পরাজিত হয়েছিল ঘাসফুল ৷ পরে একটি কেন্দ্রে উপনির্বাচনে জেতে তৃণমূল ৷ এখন কোচবিহারে ৬ জন বিধায়ক বিজেপির ৷ একজন বিধায়কও বিধানসভায় কোচবিহার নিয়ে কিছু বলেননি ৷ তাঁরা কলকাতায় ফুর্তি করছেন বলে কটাক্ষ করেন অভিষেক।