You will be redirected to an external website

Himachal Pradesh: হিমাচলে আবার বর্ষার দাপট,ভারী বৃষ্টিতে একাধিক রাস্তা ধসে বিচ্ছিন্ন যোগাযোগ

Himachal-Pradesh:-হিমাচলে-আবার-বর্ষার-দাপট,ভারী-বৃষ্টিতে-একাধিক-রাস্তা-ধসে-বিচ্ছিন্ন-যোগাযোগ

হিমাচল প্রদেশে আবার বর্ষার দাপট শুরু হয়েছে

হিমাচল প্রদেশে আবার বর্ষার দাপট শুরু হয়েছে। গত জুন মাস থেকে এই পাহাড়ি রাজ্যটি বৃষ্টিতে বিপর্যস্ত। মাঝে বৃষ্টি কিছুটা কমেছিল। কিন্তু অগস্টে আবার পুরনো চেহারায় ফিরেছে বর্ষা। গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে হিমাচলের একাধিক এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বেশ কয়েক দিন আবহাওয়ার উন্নতি হবে না। বরং বাড়তে পারে বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক শহরে। কমলা সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে।

শনিবার হিমাচলে দিনভর ভারী বৃষ্টি হয়েছে। একাধিক রাস্তায় ধস নেমেছে। রাস্তা ধসে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেখান দিয়ে যান চলাচল বন্ধ করতে হয়েছে। ফলে হিমাচলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। রাজ্য জুড়ে অন্তত ৩০২টি রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। ওই রাস্তায় মেরামতির কাজ চলছে। 

বৃষ্টিতে ধসের কারণে হিমাচল রোডওয়েস ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরটিসি) একটি বাস শনিবার দুর্ঘটনার কবলে পড়ে। মান্ডি-শিমলা মহাসড়কের উপর রাস্তার একটি অংশ আচমকা নীচের দিকে বসে যায়। বাসের ১২ জন যাত্রী এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে ঠিক সময়ে বাসটিকে থামাতে পেরেছিলেন চালক। তাই অনেক যাত্রীর প্রাণ বেঁচেছে। নিয়ন্ত্রণ হারালে খাদে গড়িয়ে পড়তে পারত বাসটি। সে ক্ষেত্রে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

স্থানীয় প্রশাসন আগামী কয়েক দিন রাজ্যের বাসিন্দাদের যতটা সম্ভব বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে। বৃষ্টি এবং ধসের পাশাপাশি যান চলাচল ব্যাহত হয়েছে ঘন কুয়াশায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে অনেক গাড়িকে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Raghav-Chadha:-রাজ্যসভা-থেকে-সাসপেন্ড-হয়ে-টুইটারে-বায়ো-বদল-আপ-নেতা--রাঘব-চড্ডার Read Next

Raghav Chadha: রাজ্যসভা থেকে সাসপ...