জুনের মধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বর্ষা
দক্ষিণের জেলাগুলিতে হাঁসফাঁস গরম। নাজেহাল অবস্থা। কবে দক্ষিণবঙ্গে বর্ষা (Rain in South Bengal) ঢুকবে, সেই অপেক্ষায় চাতক পাখির মতো বসে রয়েছেন দক্ষিণের জেলাগুলির মানুষরা। আর এরই মধ্যে স্বস্তির খবর নিয়ে এল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আপাতত মালদা পর্যন্ত এসে থমকে রয়েছে মৌসুমী বায়ু। বিগত প্রায় ৭২ ঘণ্টা ধরে কোনও নড়চড় নেই। তবে আগামী সোমবার অর্থাৎ ১৯ জুন অনুকুল পরিস্থিতি তৈরি হতে পারে এবং ধীরে ধীরে দক্ষিণের দিকে এগোতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস বলছে, আগামী ২১ জুনের মধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বর্ষা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে কিছুক্ষণের জন্য গরমের থেকে রেহাই মিললেও, সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। অস্বস্তিকর অবস্থা রয়েই গিয়েছে দক্ষিণবঙ্গে। তার উপর আবার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহও চলেছে নাগাড়ে। আবহাওয়াবিদরা বলছেন, প্রাক মৌসুমী আবহে এতটা দীর্ঘমেয়াদি তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায় খুব একটা দেখা যায়নি।
আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমে নাজেহাল অবস্থা হয়ে রয়েছে। প্যাচপ্যাচে ঘাম আর সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার ও শনিবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।