পরীক্ষায় বাংলা ভাষায় সমধিক গুরুত্ব ! সংগৃহীত ছবি
ডব্লিউবিসিএস নিয়োগের পরীক্ষায় বাংলা ভাষায় জোর দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে ।আগে এই পরীক্ষায় বাংলা দু’টি পত্রে মোট 200 নম্বর বরাদ্দ ছিল ।বিষয়টি নিয়ে খসড়া প্রস্তাব তৈরি করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর । রাজ্যের পরীক্ষার্থীদের অনেকেই দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছিলেন যে, রাজ্যের সর্বোচ্চ আমলা নিয়োগের পরীক্ষায় বাংলা ভাষায় সমধিক গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া উচিত।
রাজ্যের পরীক্ষার্থীদের অনেকেই দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছিলেন যে, রাজ্যের সর্বোচ্চ আমলা নিয়োগের পরীক্ষায় বাংলা ভাষায় সমধিক গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া উচিত। মাঠে-ময়দানে আমলাদের সঙ্গে আমজনতার যোগাযোগের পথ সুগম করার তাগিদেই এটা জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সে দিকে কতটা এগোনো যায়, এ বার তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু করেছে পিএসসি।
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, "সবই এখনও বিবেচনার স্তরে রয়েছে। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরো প্রস্তাবনা রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখছে। সব দিক বিচার করেই এগোনো হবে।" মাঠে-ময়দানে আমলাদের সঙ্গে আমজনতার যোগাযোগের পথ সুগম করার তাগিদেই এটা জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সে দিকে কতটা এগোনো যায়, এ বার তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু করেছে পিএসসি।