ভারী বৃষ্টির সতর্কতা । সংগৃহীত ছবি
প্রায় প্রতিদিনই রূপ বদলাচ্ছে প্রকৃতি। কখনও রোদ, আবার কখনও বৃষ্টি। তবে সপ্তাহান্তে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস। স্বস্তির শ্বাস ফেলছেন মানুষ। রাজ্যজুড়ে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোনও কোনও জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। এদিকে রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রির আশপাশে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং রবিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ। আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বাকি সব জেলাতে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়াও।