You will be redirected to an external website

Sikkim Flood: বিপর্যস্ত সিকিম! বিপর্যস্ত উত্তর সিকিমে আটকে ২ হাজারের বেশি পর্যটক, উদ্ধারকাজ শুর

Sikkim-Flood:-বিপর্যস্ত-সিকিম!-বিপর্যস্ত-উত্তর-সিকিমে-আটকে-২-হাজারের-বেশি-পর্যটক,-উদ্ধারকাজ-শুর

উত্তর সিকিমে আটকে ২ হাজারের বেশি পর্যটক

শনিবারও রাস্তার উপর দিয়ে বইছে নদী। কার্যত বিচ্ছিন্ন লাচেন, লাচুং। ফলে চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। লাচেন, লাচুং সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় ২ হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন। যার মধ্যে দেশি পর্যটকের সংখ্যা ১,৯৭৫ ও বিদেশি পর্যটক রয়েছন ৩৬ জন। এছাড়া মাঝপথে আটকে রয়েছে পর্যটকদের বহু গাড়ি ও মোটরবাইক। ইতিমধ্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু করেছেন বর্ডার রোড অর্গানাইজেশন।

আধিকারিক জানান, ছুংথাংয়ের কাছে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেসে গিয়েছে। ফলে আটকে পড়েছেন ২ হাজারের বেশি পর্যটক। ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েও নদীর জল বইছে। BRO-এর একটি দল শুক্রবার সারারাত ধরে মাঝরাস্তায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ করেন। বিধ্বস্ত রাস্তা থেকে এখনও পর্যন্ত ৩০০ পর্যটককে নিরাপদে সরানো হয়েছে। শিশু, মহিলাদের কার্যত কাঁধে তুলে বাঁশের সরু সাঁকো দিয়ে নদী পার করাচ্ছেন BRO-এর সদস্যরা

প্রশাসন সূত্রে খবর, উত্তর সিকিমে জেলা সদর দফতর রয়েছে মানগানে। সেখান থেকে ছুংতাং পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে যানজটেরও সৃষ্টি হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় মোট ৩৪৫টি গাড়ি এবং ১১টি মোটরবাইক আটকে রয়েছে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে লাচেন, লাচুং এলাকায় ১,৯৭৫ দেশি পর্যটক এবং ৩৬ বিদেশি পর্যটক আটকে রয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি, ২৩ জন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Heatwave:-তাপপ্রবাহে-তিন-দিনে-৯৮-জনের-মৃত্যু-উত্তরপ্রদেশ,-বিহারে,--চারশোরও-বেশি Read Next

Heatwave: তাপপ্রবাহে তিন দিনে ...