You will be redirected to an external website

নিউমোনিয়ার জোড়া ধাক্কা সামলে অবশেষে বাড়িতে পর্বতারোহী পিয়ালি বসাক

নিউমোনিয়ার-জোড়া-ধাক্কা-সামলে-অবশেষে-বাড়িতে-পর্বতারোহী-পিয়ালি-বসাক

জোড়া ধাক্কা সামলে অবশেষে বাড়িতে পর্বতারোহী পিয়ালি বসাক

পর্বতশৃঙ্গের টানে বারবার বেরিয়ে পড়া দুর্গমের উদ্দেশে। চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে জয়পতাকা ওড়ানো। এভাবেই সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে এগিয়ে গিয়েছেন চন্দননগরের  পর্বতারোহী পিয়ালি বসাক। কিন্তু মাকালু শৃঙ্গে পাড়ি দিয়ে যেন সাক্ষাৎ মৃত্যুমুখে পড়েন তিনি। তবে পাহাড়ের খাঁজ-ভাঁজ যাঁর নখদর্পনে, তাঁকে তো সহজে পরাজিত করা সম্ভব নয়। তাই পায়ে তুষার ক্ষত, নিউমোনিয়া নিয়ে দেড় সপ্তাহ হাসপাতালে কাটিয়ে শেষে বাড়ি ফিরে এলেন পিয়ালি বসাক। মেয়েকে কাছে পেয়ে স্বভাবতই আবেগে ভাসলেন মা-বাবা। মেয়েকে নিয়ে গর্বিত তাঁরা।

মাকালু  পর্বতশৃঙ্গ জয় করে প্রায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে শনিবার সন্ধেয় চন্দননগরের বাড়িতে ফিরলেন পাহাড়ি কন্যা পিয়ালি বসাক। তবে এই ফেরা অন্যান্যবারের চেয়ে কিছুটা আলাদা। বিশ্বের অন্যতম এই উঁচু শৃঙ্গজয়ের পর শেরপা ছাড়া একা ফেরার পথে মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় মারাত্মক বিপদে পড়েছিলেন তিনি। প্রায় ২২ ঘন্টা দাঁড়িয়ে ছিলেন পাহাড়ের উপর খোলা আকাশের নিচে, বরফে উপর দাঁড়িয়ে থাকতে হয় পিয়ালিকে। তাঁর পায়ের চারটে আঙুলে তুষার ক্ষতের সৃষ্টি হয়। সেই অবস্থায় কোনওক্রমে নিচে নামার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভরতি করা হয় কাঠমাণ্ডুর একটি হাসপাতালে।

ইতিমধ্যেই পিয়ালি এভারেস্ট, মাকালু-সহ যতগুলি আট হাজারি পর্বতশৃঙ্গ আছে, তাঁর মধ্যে অন্নপূর্ণা, লোৎসে, ধৌলাগিরি-সহ মোট ছটি ৮০০০ উচ্চতাসম্পন্ন পর্বতশৃঙ্গ তিনি জয় করেছেন। পিয়ালির এই মরণপণ সংগ্রাম এবং সাধনার স্বীকৃতি জানিয়েছে সারা দেশ। চন্দননগরের আপামর মানুষ বলছেন, তাঁদের ঘরের মেয়ে পিয়ালির এই সাফল্যে গর্বের শেষ নেই। ভারতের প্রথম মহিলা পর্বতারোহী বাচেন্দ্রি পাল ফোনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

দুর্ঘটনায় আটকে পড়া বাং...