আবারও খুনের হুমকি পেলেন মুকেশ অম্বানী
মুম্বই পুলিশ সূত্রে খবর, টাকার দাবি জানিয়ে শুক্রবার একটি অচেনা অ্যাকাউন্ট থেকে ইমেল আসে মুকেশ অম্বানীর সংস্থার কাছে। সেই ইমেলে ২০ কোটি টাকার দাবি জানানো হয়। যদি সেই টাকা না দেওয়া হয়, তা হলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যানকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। শুক্রবারের সেই ইমেলে বলা হয়েছিল, “যদি ২০ কোটি টাকা না দেন আমাদের, তা হলে আপনাকে খুন করা হবে। ভারতে আমাদের সবচেয়ে ভাল শুটার রয়েছে।”
খুনের হুমকি দেওয়া এই ইমেল পাওয়ার পরই অ্যান্টিলিয়ার নিরাপত্তার দয়িতরে থাকা আধিকারিক দেবেন্দ্র মুন্সিরাম গামদেবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার পরই পুলিশ ওই ইমেল প্রেরকের খোঁজে নামে। পাশাপাশি তদন্ত শুরু করে মুম্বই পুলিশের অপরাধদমন শাখাও। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ।
কিন্তু প্রথম হুমকি মেলের পুরোপুরি কিনারা করে ওঠার আগেই ২৪ ঘণ্টার মধ্যে আবার সেই একই ইমেল অ্যাকাউন্ট থেকে ২০০ কোটি টাকা দাবি করে ইমেল পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, সেই ইমেলে বলা হয়েছে, “আগের পাঠানো ইমেলের কোনও উত্তর পাইনি। তাই টাকার পরিমাণ এ বার ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হল। যদি এই টাকা না পাই, তা হলে মুকেশ অম্বানীর মৃত্যু অবধারিত।” প্রথম ইমেল প্রেরকের হদিস পেলেও দ্বিতীয় প্রেরক কে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। সাদাব যে অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠিয়েছিলেন বলে দাবি পুলিশের, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ২০০ কোটি টাকার দাবি জানিয়ে হুমকি মেল এসেছে।