You will be redirected to an external website

Mukul Roy: ২১ জুলাইয়ের সমাবেশে আচমকা হাজির মুকুল রায়,যদিও মঞ্চে ওঠেননি মুকুল

Mukul-Roy:-২১-জুলাইয়ের-সমাবেশে-আচমকা-হাজির-মুকুল-রায়,যদিও-মঞ্চে-ওঠেননি-মুকুল

২১ জুলাইয়ের সমাবেশে আচমকা হাজির মুকুল রায়

মুকুল রায়ই হাজির তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে। শুক্রবার যখন সমাবেশ প্রায় শেষের দিকে, শেষ বক্তা হিসেব বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।, তখনই একটি সাদা গাড়িতে চেপে মঞ্চের পিছনে এসে নামতে দেখা যায় মুকুলকে। পুত্র শুভ্রাংশু রায় সকাল থেকেই স্বেচ্ছাসেবকদের পোশাকে মোতায়েন ছিলেন সভামঞ্চের কাছে। 

সভাস্থলে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কাঁচাপাকা চুলের কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুলকে। পরে শুভ্রাংশুকে দেখে তাঁর বাবা মুকুলকে চিনতে পারেন। তার পরে শুভ্রাংশুর সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকরা মুকুলকে নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন।

গত বছর ২১ জুলাইয়ের সমাবেশেও এসেছিলেন মুকুল। সে বারও মঞ্চে ওঠেননি তিনি। নিচে বসে থেকে পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গিয়েছিলেন। শুক্রবার পরিচিতরা জানতে চান, তাঁর শরীর কেমন আছে। জবাবে মুকুল বলেন, ‘‘শরীর মোটামুটি ভালই আছে। তবে এখন আর বাড়ি থেকে খুব বেশি বার হই না।’’ উপস্থিত কুশলপ্রশ্নকারীদের মুকুল বলেন, ‘‘এসো না একদিন বাড়িতে। কথা হবে।’’ এর পর সভা শেষ হয়ে গেলে ঘরফেরতা ভিড়ের সঙ্গে মধ্যে চলে যান মুকুল-শুভ্রাংশু। তার কিছু পরে বেরিয়ে এসে গাড়ির দিকে যেতে চলে যান তিনি। সমাবেশস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মুকুলকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি তাঁর দেখা হয়েছে? জবাবে মুকুল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তবে কথা হয়নি।’’ তাঁর বাবার এ হেন আচমকা জুলাইয়ের সমাবেশে আসা নিয়ে পুত্র শুভ্রাংশ পরে বলেন, ‘‘বাবা অসুস্থ। তা-ও ২১ জুলাইয়ের কর্মসূচিতে আসতে চেয়েছিলেন। তাই নিয়ে এসেছিলাম। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

weather:-বঙ্গোপসাগরে-নিম্নচাপের-ভ্রুকুটি,-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলায়-হালকা-থেকে-মাঝারি-বৃষ্টি- Read Next

weather: বঙ্গোপসাগরে নিম্নচা...