You will be redirected to an external website

মুকুল রায়ের দিল্লী যাত্রাকে ঘিরেই জল্পনার সৃষ্টি হয়েছে রাজনীতি মহলে !

মুকুল-রায়ের-দিল্লী-যাত্রাকে-ঘিরেই-জল্পনার-সৃষ্টি-হয়েছে-রাজনীতি-মহলে-!

চিপ বসানোর পরই দিল্লী যাত্রা মুকুল রায়ের! সংগৃহীত ছবি

বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেও তিনি ফের তৃণমূলেই যোগদান করেন । যদিও তিনি বিজেপিতে যোগদানের পর সর্বভারতীয় নেতা মুকুল রায় হয়ে উঠেছিলেন । কিন্তু তার এই প্রত্যাবর্তনের সুস্বাদ বেশি দিন গ্রহণ করেন নি । তৃণমূলে যোগদানের পরই তার শরীরে নানা ধরনের অসুস্থতা দৃষ্টমান হয় । যার কারণে তিনি প্রায়শয় অসুস্থ থাকতেন এবং প্রায় ভুলভাল কথাও বলতেন । 

এরই মধ্যে গত কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার অপারেশন হয় মস্তিষ্কে এবং মস্তিষ্কে একটি চিপ লাগানো হয় বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। হাসপাতালে অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মুকুল রায়। তবে এরই মধ্যে সোমবার রাতে তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা বিজেপি ছেড়ে তৃণমূলে আসার দীর্ঘ ২ বছর পর সোমবার হঠাৎ তাকে দিল্লি পাড়ি দিতে দেখা যায়। সোমবার সন্ধ্যা ৭ঃ৫৬ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে তিনি বিমান ধরেন এবং রাতেই পৌঁছে যান রাজধানী। বিশেষ কোনো কাজে তিনি দিল্লি সফরে বলেই জানিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। মুকুল রায়ের সঙ্গে ভগিরথ নামে এক ব্যক্তি এবং তার গাড়ি চালক রয়েছেন বলেই জানা গিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে হঠাৎ মুকুল রায়ের দিল্লি সফর, আবার তা কাউকে না জানিয়েই, এই সকল বিষয়কে নিয়ে ফের কোন চমক সামনে আসছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও দিল্লি বিমানবন্দরে নেমে মুকুল রায় জানান, তিনি কি দিল্লি আসতে পারেন না? তিনি তো এমপি ছিলেন। তবে কি কারণে দিল্লির সফর তা তিনি জানাননি। শুধু এইটুকু জানিয়েছেন, যতদিন দরকার ততদিন তিনি দিল্লিতে থাকবেন।স্নায়ুর সমস্যা কলকাতা বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে  ভর্তি হন বিধায়ক মুকুল রায়। চিকিৎসকেরা জানান, বর্ষীয়ান রাজনীতিকের মস্তিষ্কে জল জমেছিল। সেই সমস্যা মেটাতেই তাঁর মাথায় একটি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। সেই অস্ত্রোপচার সম্পন্ন এবং তাঁর মাথায় একটি ‘চিপ’ বসানো হয়েছে। তারপর থেকে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলেই জানা যায় । 

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বেলা-গড়ালেই-বইবে-লু!-ন’রাজ্যে-তাপপ্রবাহের-সতর্কতা-জারি-করল-মৌসম-ভবন Read Next

বেলা গড়ালেই বইবে লু! ন’র...