টানা ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর
মঙ্গলবার বেলা ১১টা থেকে টানা ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এই বিমানবন্দর (Mumbai International Airport)। অর্থাৎ বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি রানওয়েই বন্ধ থাকবে। ফলে উড়ানের ওঠা-নামাও বন্ধ থাকবে। পুজোর মুখে এভাবে বিমানবন্দর দীর্ঘক্ষণ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিমানযাত্রীরা।
প্রতি বছরই বর্ষার আগে ও পরে রানওয়েতে রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। এবছর ছয় মাস আগে, বর্ষা শুরুর আগে শেষবার মুম্বই বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন হয়েছিল। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত বিমান যাতে ঠিকমতো টেকঅফ ও অবতরণ করতে পারে এবং যাত্রীরা নিরাপদে থাকতে পারেন, তার জন্যই এই রক্ষণাবেক্ষণ।
মুম্বই বিমানবন্দরে প্রতিদিন ৯০০টি বিমান ওঠা-নামা করে। এখান থেকে অনুমান করা যায়, একদিনে কত লোক এই বিমানবন্দরে আসা-যাওয়া করেন। ফলে টানা ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকলে পরিস্থিতি কী হতে পারে সে বিষয়ে ওয়াকিবহাল বিমানবন্দর কর্তৃপক্ষও। তাই যাত্রীদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।