You will be redirected to an external website

Weather : একটানা তাপপ্রবাহ! রোদে দাঁড়িয়ে কাজ নিয়ে নোটিস পুরসভার

Weather-:-একটানা-তাপপ্রবাহ!-রোদে-দাঁড়িয়ে-কাজ-নিয়ে-নোটিস-পুরসভার

রোদে দাঁড়িয়ে কাজ নিয়ে নোটিস পুরসভার

রেকর্ড তাপমাত্রা কলকাতায়। একটানা তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা নোটিস দিতে চলেছে, সকাল দশটা থেকে চারটে পর্যন্ত একটানা রোদে কাজ না করার।বিশেষ করে সাফাইকর্মীরা দিনে তিনবার সাফাইয়ের কাজ করেন। এখন থেকে বেলা দশটার পর এবং বিকেল চারটের আগে কেউ রোদের মধ্যে একটানা কাজ করবেন না। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন নোটিস জারি করতে চলেছেন পুরকর্মীদের জন্য। তাপপ্রবাহের মধ্যে দুপুরে কাজ না করার পরামর্শ দিয়েছেন, এ কথা জানালেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে। ১৯৮০ সালের ২৫ এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সোমবার ২০২৪ সালের ২৯ এপ্রিল বেলা আড়াইটার সময় সেই তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।১৯৫৪ সালের ২৫ এপ্রিল তাপমাত্রা কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এখনও পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আট জেলাতে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা বুধবার পর্যন্ত। বৃহস্পতি এবং শুক্রবারেও বেশ কয়েক জেলায় চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। নতুন করে তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Partha-Chatterjee:-মিলল-না-মুক্তি,-১-বছর-৯-মাস-পরও-জেলেই-থাকতে-হচ্ছে-পার্থকে Read Next

Partha Chatterjee: মিলল না মুক্তি, ১ ...