পরীক্ষার্থীর নয়া রেকর্ড গড়ল নিট ইউজির পরীক্ষার্থীরা
নিট ইউজির পরীক্ষার্থীরা এবার নতুন একটি রেকর্ড গড়ল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ হয়েছে ৬ এপ্রিল ২০২৩ ৷ চলতি বছরের নিট ইউজিতে প্রায় ২১ লক্ষ পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে৷ যার মধ্যে ২০ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় সংবাদসংস্থার প্রকাশিত খবরে, পরীক্ষার আয়োজনের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন যে এই বছর ২১ লক্ষের মধ্যে প্রায় ১২ লক্ষ মহিলা পরীক্ষার্থী। দেশে আয়োজিত বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার মধ্যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ নিট ইউজি অন্যতম বড় পরীক্ষা।
উল্লেখ্য, এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটাই বেশি পুরুষদের তুলনায়। নিট ইউজি-২০২৩-এর জন্য রেজিস্ট্রেশন করেছে মোট ১১.৮ লক্ষ মহিলা পরীক্ষার্থী। অন্য দিকে, পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯.০২ লক্ষ। অর্থাৎ, এ বার পুরুষদের তুলনায় ২.৮ লক্ষ বেশি মহিলা পরীক্ষার্থী নিট ইউজিতে আবেদন জানিয়েছেন।