কলকাতা-হাওড়ার শারদ উৎসবে শামিল হতে শহরে নাড্ডা
অমিত শাহর পর আজ বাংলায় জে পি নাড্ডা। কয়েকদিন আগেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যার রাম মন্দিরের আদলে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গোৎসবের সূচনা হয় অমিত শাহর হাত ধরে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আজ সর্বক্ষণ সফরসঙ্গী থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বাংলার শারদ উৎসবে দলের প্রভাব বাড়াতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বঙ্গে জনসংযোগকে হাতিয়ার করতেই শাহ-নাড্ডার বঙ্গ সফর বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
হাওড়ার বেলিলিয়াস রোড, শোভাবাজার রাজবাড়ি, নিউ মার্কেট দুর্গোৎসব, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় আংশ নেবেন নাড্ডা। সবশেষে নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গেও আজ বৈঠক করতে পারেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন জে পি নাড্ডা। ধুতি পাঞ্জাবি পরে উৎসবের বাংলায় এলেন নাড্ডা।