বন্দে ভারতের উদ্বোধন করবেন নমো । সংগৃহীত ছবি
আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে ভারত, একইসঙ্গে রাজস্থান পাচ্ছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ১২ এপ্রিল, বুধবার রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ এপ্রিল বেলা এগারোটা নাগাদ রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।
এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাজস্থানের জয়পুর থেকে দিল্লি ক্যান্টনমেন্ট রেল স্টেশনের মধ্যে চলাচল করবে। এই বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা শুরু হবে ১৩ এপ্রিল থেকে। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের জন্য নির্ধারিত সময়সূচী অনুসারে, ৫ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে আজমের থেকে দিল্লি ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছবে।
হাই রাইজ় ওভারহেড ইলেকট্রিক ক্ষেত্রে বিশ্বের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হবে এই আজমের – দিল্লি ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস। দ্রুতগতির এই ট্রেন রাজস্থানের পর্যটনে আরও গতি আনবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, রাজস্থানের এই বন্দে ভারত এক্সপ্রেস সেখানকার মূল পর্যটনকেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করবে। বিশেষ করে পুষ্কর, আজমের শরিফের মতো জায়গাগুলি, যেখানে প্রচুর মানুষ পূন্য সঞ্চয়ের জন্য যান, তাঁদের এই বন্দে ভারত এক্সপ্রেস আরও কম সময়ে পৌঁছে দিতে পারবে। এর ফলে ওই এলাকায় আর্থ সামাজিক উন্নয়নে আরও গতি আসবে বলেই মত ওয়াকিবহাল মহলের।