You will be redirected to an external website

Election 2024: রবিবার মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন সাত রাষ্ট্রপ্রধান

Election-2024:-রবিবার-মোদীর-শপথগ্রহণ-অনুষ্ঠানে-থাকছেন-সাত-রাষ্ট্রপ্রধান

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর সঙ্গে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বেশ কয়েক জন। শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে অন্য অতিথিদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিদেশের রাষ্ট্রপ্রধানদেরও। 

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন থাকলেও নয়াদিল্লির তরফে আমন্ত্রণপত্র যায় মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর কাছেও। সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা জানিয়েছেন মুইজ্জুও। মলদ্বীপের রাষ্ট্রপ্রধান জানান, ভারত তাঁকে আমন্ত্রণ জানানোয় তিনি ‘সম্মানিত’।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ বিদেশ মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আমন্ত্রণপত্র গিয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফের কাছে। রাষ্ট্রপ্রধানদের মধ্যে শনিবারই ভারতে চলে এসেছেন হাসিনা। অন্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে কেউ কেউ শনিবার রাতে, বাকিরা রবিবার সকালে নয়াদিল্লিতে পা রাখবেন। সূত্র মারফত জানা গিয়েছে, রাষ্ট্রপ্রধানেরা থাকবেন তাজ প্যালেস, দ্য ওবেরয়, দ্য লীলা প্যালেস এবং আইটিসি মৌর্য হোটেলে। তবে নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে এই আমন্ত্রিতদের ঠিকানা বদলাতেও পারে।

২০১৯ সালের শপথে বিমস্টেক গোষ্ঠীর সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং তাইল্যান্ডের রাষ্ট্রপ্রধান। দশ বছর আগে ক্ষমতায় আসার পরেই প্রথম শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক গোষ্ঠীর সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানান মোদী। সে বার এনডিএ-র শপথে হাজির ছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফও। ২০১৯ সালে মোদীর সঙ্গে শপথ নেন ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Chhattisgarh-Incident:-এনডিএ-র-জয়ে-আঙুল-কেটে-মা-কালীকে-উৎসর্গ-করে-এলেন-বিজেপি-সমর্থক! Read Next

Chhattisgarh Incident: এনডিএ-র জয়ে আঙুল...