You will be redirected to an external website

বছরের প্রথম ঘূর্ণিঝড় মোকাবিলায় কোমর বাঁধছে নবান্ন, চালু হচ্ছে কন্ট্রোল রুম

বছরের-প্রথম-ঘূর্ণিঝড়-মোকাবিলায়-কোমর-বাঁধছে-নবান্ন,-চালু-হচ্ছে-কন্ট্রোল-রুম

বছরের প্রথম ঘূর্ণিঝড় মোকাবিলায় কোমর বাঁধছে নবান্ন

আগামী ১০ মে’র আশপাশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোচা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলার জন্য এবার মে মাসেই খোলা হচ্ছে কন্ট্রোল রুম। মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এবার আগে থেকেই কন্ট্রোল রুম খোলা হয়। রাজ্যের সব জেলাতে এই কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় মোচা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে, তার আগে রাজ্যের সব জায়গায় বিপজ্জনক নদী বাঁধগুলির পরিস্থিতি খতিয়ে দেখার জন্যও এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে অনেক ঝড় দেখেছে এই রাজ্য। তাই পরিকাঠামো তৈরি থাকলেও ঝড়ের সময় যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার দিকে জোর দিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, এই ঘূর্ণিঝড় মোচা বাংলার উপকূলের উপর কতটা প্রভাব ফেলবে, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য প্রশাসন আগেভাগে সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে। বিশেষ করে রাজ্যের বিভিন্ন নদী তীরবর্তী এলাকাগুলিতে নদীবাঁধের সার্বিক পরিস্থিতি কী রকম, তা সময় থাকতে দেখে নিতে চাইছে প্রশাসন। এদিনের বৈঠকে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

আবারও অনুভূত হবে গরমের দ...