You will be redirected to an external website

Durga Puja: সকাল থেকে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান, প্রচুর মানুষের ভিড় ঘাটগুলিতে

Durga-Puja:-সকাল-থেকে-গঙ্গার-ঘাটে-নবপত্রিকা-স্নান,-প্রচুর-মানুষের-ভিড়-ঘাটগুলিতে

সকাল থেকে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান

নবপত্রিকা স্নানের মাধ্যমে দেবীর আরাধনা শুরু। মণ্ডপে মণ্ডপে সেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শহর থেকে জেলা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মহোৎসবে মুখর গোটা বাংলা। বনেদি থেকে বারোয়ারি, শারোদৎসবে ঐতিহ্য বনাম থিমের জৌলুসের জোর টক্কর। খাওয়া দাওয়া থেকে দেদার আড্ডা, সেলফি প্রাণের উৎসবে মাতোয়ারা বাঙালি।

সকাল থেকে কলা বউ স্নান চলছে গঙ্গার ঘাটগুলিতে। কলকাতার বাবুঘাট থেকে কংসাবতীর ধার, রীতি মেনেই চলছে নবপত্রিকা স্নান। নবপত্রিকা স্নানকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় ঘাটগুলিতে। নবপত্রিকা স্নানের মাঝেই চলছে দেদার সেলফি তোলাও। বেলুড় মঠে সকাল সকাল কলাবউয়ের স্নান সারা। পুজোপাঠে মঠের সন্ন্যাসীরা। 

নবপত্রিকা মানে ন’টি গাছের পাতা। যা দেবীর রূপ হিসাবে পূজিত হয়। এই নবপত্রিকা স্নানের মধ্যে দিয়েই মূল পুজো শুরু হয়। কদলি, হলুদ, কচু, জয়ন্তী, বেল, দারিম, অশোক, মান ও ধান থাকে নবপত্রিকায়। গঙ্গাস্নানের পর সাদা অপরাজিতার লতায় বেঁধে লাল শাড়ি জড়ানো হয়। ঠিক যেন টুকটুকে লাল বউ। এই নবপত্রিকাই কলা বউ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

৫-সেকেন্ড-আগেই-থেমে-গেল-কাউন্টডাউন,-স্থগিত-ISRO-র-টেস্ট-ফ্লাইট Read Next

৫ সেকেন্ড আগেই থেমে গেল ক...