You will be redirected to an external website

Neelachal Express: প্রবল গরমের জেরে বেঁকে গিয়েছিল রেললাইন, বড় দুর্ঘটনা এড়াল নীলাচল এক্সপ্রেস

Neelachal-Express:-প্রবল-গরমের-জেরে-বেঁকে-গিয়েছিল-রেললাইন,-বড়-দুর্ঘটনা-এড়াল-নীলাচল-এক্সপ্রেস

লখনউয়ে বড় দুর্ঘটনা এড়াল নীলাচল এক্সপ্রেস!

প্রচণ্ড গরমে রেললাইন বেঁকে গিয়েছিল। সেই লাইন ধরে যাওয়ার সময় বড়সড় দুর্ঘটনা এড়াল পুরী থেকে দিল্লির আনন্দবিহারগামী নীলাচল এক্সপ্রেস।

রায়বরেলী থেকে পাঁচটি স্টেশন পরে এই স্টেশন। ট্রেনটি এখানে থামে না। মেন লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার জন্য নীলাচল এক্সপ্রেসটিকে লুপ লাইন দিয়ে পাস করানোর জন্য সিগন্যাল দেওয়া হয়েছিল। ট্রেনটি নিগোহা স্টেশনের কাছে লুপ লাইন দিয়ে যাওয়ার সময় চালক জোর একটা ঝাঁকুনি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটিকে থামিয়ে দেন। তার পর কন্ট্রোল রুম এবং রেলের ইঞ্জিনিয়ার বিভাগে খবর দেন। এর পর লখনউ স্টেশনে পৌঁছে একটি অভিযোগ দায়ের করেন চালক।

লখনউয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেশ সাপরা এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, রেললাইন ঠিকমতো মেরামত না করার কারণে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনাচক্রে, গত ২ জুন লুপলাইন দিয়ে যাওয়ার সময় বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। নীলাচল এক্সপ্রেসকেও লুপ লাইন দিয়ে পাস করানো হচ্ছিল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

তীব্র দাবদাহ দক্ষিণবঙ্গ...