আরও একবার ইতিহাস গড়বেন নীরজ চোপড়া?
২২ গজের দ্বৈরথে আরও কিছুদিনের অপেক্ষা। তার আগেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারত-পাক লড়াই। বিশ্ব মিটে জ্যাভলিন থ্রো-র ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন তিনি। একইভাবে ফাইনালে কোয়ালিফাই করেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। দুই দেশের জ্যাভলিন তারকার জ্যাভলিনের দূরত্বে খুব একটা পার্থক্য নেই। তালিকার শীর্ষে থেকে ফাইনালে উঠেছেন নীরজ। নাদিম রয়েছেন দ্বিতীয় স্থানে। বোঝাই যাচ্ছে, ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে নীরজ ও নাদিমের মধ্যে।
কোয়ালিফাই রাউন্ডে নীরজ চোপড়া বর্শা ছুড়েছিলেন ৮৮.৭৭ মিটার দূরে। টোকিয়ো অলিম্পিকে সোনাজয়ী ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন। মোট ৩৭ জন জ্যাভলিন থ্রোয়ার অংশ নিয়েছিলেন। তার মধ্যে ১২ জন ফাইনালে পৌঁছেছেন। যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে যান দু’বারের এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স।
পাকিস্তানে আর্শাদ নাদিম ৮৬.৭৯ মিটার দূরে বর্শা ছুড়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন। এছাড়া ডেক রিপাবলিকের জ্যাকম ভাদলিচও রয়েছেন। নীরজের মেডেলের রং বদলানোর স্বপ্নে কাঁটা হতে পারেন এই নামগুলি।