You will be redirected to an external website

দেশের ১৩টি শহরে মিলবে ৫জি পরিষেবা

দেশের-১৩টি-শহরে-মিলবে-৫জি-পরিষেবা

দেশে ৫জি পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী

দেশে ৫জি পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিকম পরিষেবায় নতুন যুগের শুরু। ষষ্ঠী থেকেই শুরু হল ৫জি পরিষেবা। প্রথম পর্যায়ে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই সহ দেশের ১৩টি শহরে মিলবে ৫জি পরিষেবা। এরপর ধাপে ধাপে দেশজুড়ে চালু হবে। শনিবার দিল্লির প্রগতি ময়দান থেকে পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী। ৪জি প্রযুক্তির থেকে ২০ গুণ বেশি দ্রুত গতি হবে এই পরিষেবায়। ৩ মিনিটে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ২০৩৫ সালের মধ্যে ভারতে ৫জি-র বিপুল আর্থিক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

AUTHOR :Ranjit Panji

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বৃষ্টি-মেখে-উত্তরে-ঠাকুর-দেখার-ধুম,-যানজটে-থমকে-বিটি-রোড!-দেখে-নিন-ট্র্যাফিকের-হাল Read Next

বৃষ্টি মেখে উত্তরে ঠাকু...