You will be redirected to an external website

Rajdhani Express: বরাত জোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

Rajdhani-Express:-বরাত-জোরে-বড়-দুর্ঘটনার-হাত-থেকে-রক্ষা-পেল-রাজধানী-এক্সপ্রেস

বরাত জোরে বেঁচে গেল নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস

এখনও কাটেনি করমণ্ডল আতঙ্ক, এরমধ্যে বরাত জোরে বেঁচে গেল নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। রক্ষা পেল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। সূত্রের খবর, এদিন বিকালে পুরুলিয়ার সাঁওতালডি এলাকায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একটি লেভেল ক্রসিং-য়ে ঘটে ঘটনাটি। জানা গিয়েছে ওই লেভেল ক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে যায় একটি ট্রাক্টর। চলতে চলতে আচমকা থমকে দাঁড়ায়। আর কিছুতেই চালক সেটিকে সরাতে পারেন না। দূর থেকে সকলেই তা দাঁড়িয়ে দেখছেন। এদিকে রেল লাইন দিয়ে তখন ঝড়ের গতিতে ছুটে আসছে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ।

এদিকে দূর থেকে ট্রাক্টরটিতে দেখতে পান রাজধানীর চালক। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন দেখা মাত্রই ট্রেনের গতি অনেকটাই কমিয়ে আনেন চালক। তাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। ইঞ্জিনের পিছনে থাকা একটি বগির খানিক অংশ ছুঁয়ে যায় ট্রাক্টরটির পিছনের ডালার অংশ। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে।

ঘটনার পর একটু দূরে গিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তারপর পরিস্থিতি স্বাভাবিক দেখে ফের রওনা দেন চালক। ট্রেনটি দিল্লি থেকে ওড়িশার উদ্দেশে যাচ্ছিল। যাত্রাপথেই ঘটে এ ঘটনা। তবে এ ঘটনায় এ গুচ্ছ প্রশ্ন উঠে গিয়েছে। ট্রেন আসছে কিন্তু তারপরেও কেন পড়েনি রেল গেট? উঠেছে সেই প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা কেউ কেউ বলছেন গলদ ছিল গেটেও। গেটের একদিকের অংশ পড়লেও অন্যদিক পড়েনি। তাতেই ট্রাক্টরটি ঢুকে আটকে যায়। তবে আসলে কী কারণে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Monsoon:-কেরল-শুরু-প্রাক-বর্ষার-বৃষ্টি,-বাধা-কাটিয়ে-বাংলায়-কবে-বর্ষা-? Read Next

Monsoon: কেরল শুরু প্রাক বর্ষ...