You will be redirected to an external website

কর্মসংস্থানের নতুন দিশা,৫১ হাজার যুবকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থানের-নতুন-দিশা,৫১-হাজার-যুবকে-চাকরির-নিয়োগপত্র-দিলেন-প্রধানমন্ত্রী-

মোদীর হাত ধরে দেশে কর্মসংস্থানের নতুন দিশা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে কর্মসংস্থানের নতুন দিশা উন্মোচিত হয়েছে। রাখিবন্ধন উৎসবের আগে সোমবার ৫১ হাজার যুবকে চাকরির নিয়োগপত্র  দিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় রোজগার মেলা -র অধীনেই এদিন ৫১ হাজার পুরুষ ও মহিলাকে পুলিশ, সেনা সরকারের বিভিন্ন দফতরে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী।

এর আগেও রাষ্ট্রীয় রোজগার মেলা থেকে কয়েক হাজার যুবকে সরকারি চাকরির নিয়োগপত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৫১ হাজার যুবকে চাকরির নিয়োগপত্র দিলেন তিনি। এঁদের মূলত, পুলিশ কনস্টেবল (জেনারেল ডিউটি), সাব-ইন্সপেক্টর (জেনারেল ডিউটি) এবং নন-জেনারেল ডিউটি ক্যাডার পোস্টে নিয়োগ করা হবে।

এদিন সেনা ও পুলিশ বিভাগে চাকরির নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আগামী দিনে গাড়ি, ওষুধ, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে। ২০৩০ সালের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে ১৩ কোটির বেশি নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিশেষত, গাড়ি ও ওষুধ ক্ষেত্রে তরুণদের জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে।” দেশের বিভিন্ন প্রান্তে, ৪৫টি জায়গায় রাষ্ট্রীয় রোজগার মেলা হবে বলেও সূত্রের খবর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Sheikh-Hasina:-সেপ্টেম্বরের-গোড়াতেই-ভারতে-আসছেন-শেখ-হাসিনা Read Next

Sheikh Hasina: সেপ্টেম্বরের গোড়...