ছোট যানবাহনের জন্য খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, সংগৃহীত ছবি
জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে দুদিক থেকে ছোট যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। রবিবার সকাল থেকে মহাসড়কের দুই পাশে ছোট যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।এই গরমে প্রায় সকল ভ্রামণিকের কাছে কাশ্মীর ভ্রমণ সকলের উর্দ্ধেই থাকে দলে দলে কশ্মীরের মনোরম আবহাওয়ার কারণে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয় ভ্রমণকারীরা ।
কাশ্মীরে গত কয়েকদিনে শিলাবৃষ্টি হওয়াই জাতীয় সড়কপথের রাস্তা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাওয়াই সেখানের রাস্তা পুরো পুরো ভাবে বন্ধ করা হয়েছিল । কিন্তু পরিস্থিত দেখে মুঘল রোড থেকে বরফ সরানো হচ্ছে । তারপর খুব তাড়াতাড়ির মধ্যেই সেখান থেকে যান চলাচলের অনুমতি মিলবে বলেই জানা যচ্ছে ।
শুধুমাত্র জম্মু থেকে শ্রীনগরে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মুঘল রোড থেকে বরফ সরানো হচ্ছে। শিগগিরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ঐতিহাসিক মুঘল রোড, কাশ্মীর উপত্যকার শোপিয়ান জেলার সাথে জম্মু অঞ্চলের রাজৌরি এবং পুঞ্চের যমজ সীমান্ত জেলাগুলিকে সংযোগকারী একটি বিকল্প জাতীয় মহাসড়ক, গত বছরের ডিসেম্বর থেকে বন্ধ ছিল। এ পথ পরিষ্কারের কাজ চলছে রাস্তাটি একটি বিকল্প জাতীয় মহাসড়ক যা জম্মু অঞ্চলের রাজৌরি এবং পুঞ্চকে কাশ্মীর উপত্যকার শোপিয়ান জেলার সাথে সংযুক্ত করে। শীঘ্রই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।