বেঙ্গল সাফারি পার্কে এল নতুন সদস্য
বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, গত মার্চ মাসেই নতুন শাবকের জন্ম হয়। যদিও মা ও সন্তানের সুরক্ষার কথা ভেবে এতোদিন এই খবর গোপন রাখা হয়েছিল। ব্ল্যাক বিয়ার শাবকের মা ফুর্বু ও বাবা ধ্রুব। এই দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার এক সময় দার্জিলিঙের চিড়িয়াখানায় ছিল। সেখান থেকে তাদের বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। জেনিফার নামে আরও একটি ব্ল্যাক বিয়ার বেঙ্গল সাফারি পার্কে রয়েছে।
বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাল্লুক শাবকটির লিঙ্গ এখনও নির্ধারণ করা হয়নি। কর্তৃপক্ষের মতে, লিঙ্গ নির্ধারণে আরও কিছুদিন সময় লাগবে। যেহেতু মা ফুর্বু এখনও সদ্যোজাত শাবককে কাছ ছাড়া করছে না সেকারণে লিঙ্গ নির্ধারণ করা যায়নি।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এখনও শাবকটির চোখ ফোটেনি। তবে বেঙ্গল সাফারি পার্কের আধিকারিকদের দাবি মা ও শাবক দুইজনই সুস্থ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম হয়েছে। যা নিয়ে স্বাভাবিক ভাবেই খুশি বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আপাতত ফুর্বুকে দেখতে পারবেন না দর্শকেরা। মা ও সন্তানকে এনক্লোজারেই রাখা হয়েছে। সেখানেই তারা দিব্যি রয়েছে। গরমে যাতে কোনওরকম কষ্ট না হয় সেটাও দেখা হচ্ছে। পার্কের পশু চিকিৎসক নিয়মিত তাঁকে দেখভাল করছেন বলে জানা গিয়েছে।