You will be redirected to an external website

চন্দ্রযানের পর নয়া সাফল্য ইসরোর! ৭ স্যাটেলাইট নিয়ে পাড়ি রকেটের

চন্দ্রযানের-পর-নয়া-সাফল্য-ইসরোর!-৭-স্যাটেলাইট-নিয়ে-পাড়ি-রকেটের

নয়া সাফল্য ইসরোর ৭ স্যাটেলাইট নিয়ে পাড়ি রকেটের

চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের পর এবার সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। রবিবাসরীয় সকাল সাড়ে ৬টায় তামিলনাড়ুর  শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C56 উৎক্ষিপ্ত হয়েছে।

সেই রকেটে ৭টি স্যাটেলাইট রয়েছে। এটা ইসরোর ৪৩১তম বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ। এই উৎক্ষেপণের প্রধান স্যাটেলাইট DS-SAR। এছাড়াও রয়েছে আরও ৬টি স্যাটেলাইট। সেগুলি মাইক্রো বা ন্যানো স্যাটেলাইট।

গত ১৪ জুনই চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ করেছিল ইসরো। বছর চার আগের ব্যর্থতা ঝেড়ে ফেলে চন্দ্রাভিযানে সাফল্যের মুখ দেখতে উন্মুখ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ২০১৯ সালে চন্দ্রযান-২ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তারপর চাঁদে অবতরণের সময় ল্যান্ডার ‘বিক্রম’ বিচ্ছিন্ন হয়ে আচমকা ভেঙে পড়েছিল। তবে এবার তা হওয়ার আশঙ্কা নেই। ইসরোর দাবি, আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই সফলভাবেই সে চাঁদের দক্ষিণ প্রান্তে ‘সফট ল্যান্ডিং’ করতে পারবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

চাঁদা-তুলে-লটারি-কেটে-১০-কোটি-টাকার-'জ্যাকপট',-কোটিপতি-কেরালার-১১-মহিলা Read Next

চাঁদা তুলে লটারি কেটে ১০ ...