You will be redirected to an external website

বিপুল টাকার সন্ধান, পুলিশের অভিযানে নিউটাউনের কল সেন্টারে মিলল প্রায় ৪ কোটি টাকা

বিপুল-টাকার-সন্ধান,-পুলিশের-অভিযানে-নিউটাউনের-কল-সেন্টারে-মিলল-প্রায়-৪-কোটি-টাকা

নিউটাউনের কল সেন্টারে মিলল প্রায় ৪ কোটি টাকা

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল নিউটাউনের সঙ্কল্প হাউজিংয়ের দুটি ফ্ল্যাটের কল সেন্টারে হানা দেয়। তারপর তল্লাশি চালাতেই সেখান থেকে মেলে ৩ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা। বেশ কয়েকটি কম্পিউটার এবং ইলেকট্রনিক সামগ্রীও উদ্ধার হয়েছে সেখান থেকে। এই ঘটনায় আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধাননগর পুলিশের তরফে জানা গিয়েছে, কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোককে ফোন করে ঋণ নেওয়ার প্রলোভন দিত অভিযুক্তরা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন চলত বলে দাবি করেছে পুলিশ। এই সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে।

পুলিশ এ-ও জানিয়েছে যে, কল সেন্টারে যে দুষ্টচক্রটি সক্রিয় আছে, তার জাল ছড়িয়ে রয়েছে বিভিন্ন রাজ্যে। এর আগেও এই ঘটনায় দিল্লি এবং আমদাবাদ থেকে কিছু ব্যক্তিকে গ্রেফতার করেছিল তারা। রাজ্যের লিলুয়া, হাওড়ার বিভিন্ন জায়গায় কল সেন্টারগুলিতে তল্লাশি চালানো হয়। বুধবার তল্লাশি চালানো হয় নিউটাউনের দু’টি ভাড়া ফ্ল্যাটে। টাকা ছাড়াও সেখান থেকে ৬টি বিলাসবহুল গাড়ি, বহুমূল্য ঘড়ি উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি টাকা গোনার মেশিনও। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাই গৌরব সোনি এবং সৌরভ সোনিকে গ্রেফতার করা হয়। তবে তদন্ত চলায় এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ। অচেনা কাউকে বাড়ি বা ফ্যাট ভাড়া দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Bonny-Sengupta:নিয়োগ-দুর্নীতিতে-এ-বার-তলব-টলি-অভিনেতাকে,কী-ভাবে-জড়িত-বনি-সেনগুপ্ত? Read Next

Bonny Sengupta:নিয়োগ দুর্নীতিতে এ...