আপাতত স্থগিত নেক্সট পরীক্ষা
নেক্সট পরীক্ষা আপাতত স্থগিত করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ১৩ জুলাই কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালের এমবিবিএস পড়ুয়াদের হয়তো ন্যাশনাল এক্সিট পরীক্ষা দিতে হবে না।
ইতিমধ্যে ন্যাশনাল এক্সিট এক্সাম নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই যেমন জাতীয় স্তরের এই পরীক্ষার পক্ষে সওয়াল করছেন পাশাপাশি অনেকেই এই পরীক্ষা পদ্ধতিকে মেনে নিতে পারছেন না। তবে বর্তমান মেডিকেল পড়ুয়ারা এমন জাতীয় স্তরের পরীক্ষা পদ্ধতিকে স্বাগত জানাচ্ছে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ন্যাশনাল এক্সিট এক্সাম পরীক্ষা নিয়ে গেজেট প্রকাশিত করা হয়েছে। এই গেজেটে বলা হয়েছে, এমবিবিএস কোর্স সম্পূর্ণ করার পরে দিতে হবে ন্যাশনাল এক্সিট এক্সাম। সর্বভারতীয় স্তরে হবে এই পরীক্ষা। ন্যাশনাল এক্সিট এক্সাম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টার্ন করার সুযোগ মিলবে পড়ুয়াদের। তারপরেই চিকিৎসকের শংসাপত্র, রেজিস্ট্রেশন মিলবে। নতুন এই পরীক্ষা পদ্ধতি চালু হলে মেডিক্যাল পড়ুয়াদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, পরীক্ষার পদ্ধতি কী হবে সেই সমস্ত বিষয় গেজেটে উল্লেখ রয়েছে।