You will be redirected to an external website

Nipah Virus: কেরলে নিপা ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক,গোটা কেরলেই ছড়িয়ে পড়তে পারে নিপা: ICMR

Nipah-Virus:-কেরলে-নিপা-ভাইরাস-নিয়ে-বাড়ছে-আতঙ্ক,গোটা-কেরলেই-ছড়িয়ে-পড়তে-পারে-নিপা:-ICMR

গোটা কেরলেই ছড়িয়ে পড়তে পারে নিপা

বাড়ছে নিপা ঘিরে আতঙ্ক। কেরলে আরও বাড়ল নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার আরও একজন নিপা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল। আক্রান্ত ব্যক্তিও কোঝিকোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবারই স্বাস্থ্য়মন্ত্রী বীণা জর্জের অফিসের তরফে জানানো হয়, আরও একটি নমুনা পজেটিভ এসেছে। নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই ব্যক্তি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে কেরলে নিপা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৬-এ।

এদিকে, শুক্রবারই নিপা ভাইরাস প্রতিরোধ ব্য়বস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি রাজ্যবাসীকে আতঙ্কিত না হতে এবং সমস্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও জানান, বিশ্ব স্বাস্থ্য় সংস্থা ও আইসিএমআরের গবেষণায় দেখা গিয়েছে, শুধু কোঝিকোড় নয়, গোটা কেরলেই নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার বিপুল সম্ভাবনা রয়েছে। যারা জঙ্গলের আশেপাশে থাকেন, তাদের সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

TMC:-রামলীলা-ময়দানে-৫০-হাজার-কর্মীর-জন্য-তাঁবু-খাটাতে-চায়-তৃণমূল Read Next

TMC: রামলীলা ময়দানে ৫০ হাজা...