দুঃস্থ যুবতীর বিয়ে । প্রতীকী ছবি
নিজে দাঁড়িয়ে থেকে দুঃস্থ যুবতীর বিয়ে দিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমবার রাতে কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন একটি গলির ভেতর সেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। আর্থিক সমস্যার কারণে সোনালী রাজভরের বিয়ে নিয়ে চিন্তায় পড়েছিল পরিবার।
তা জানতে পেরে এগিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। গতকাল রাতে নিশীথ সেই কথা রেখেছেন। শুধু দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়াই নয় সমস্ত নিয়ম মেনে কন্যা সম্প্রদানও করেন তিনি। মন্ত্রী এভাবে পাশে দাঁড়ানোয় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মেয়েটির পরিবারের লোকজন সহ এলাকার বাসিন্দারা।
সোনালীর দিদি বোবো জানান, স্থানীয় নেত্রী দীপা চক্রবর্তী ও মন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁদের পাশে না দাঁড়ালে তাঁর পক্ষে বোনের বিয়ে দেওয়া সম্ভব হতো না। সোনালীও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।অন্যদিকে, নিশীথ জানান, মেয়েটির পরিবার তাঁর কাছে সহযোগিতা চেয়েছিল। পাশাপাশি বিয়েতে থাকার জন্য অনুরোধও করেছিল। তাঁর পক্ষে যতটা সম্ভব তিনি সহযোগিতা করেছেন।