You will be redirected to an external website

সঠিক অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করার ভাবনা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর !

সঠিক-অর্থে-কাশ্মীর-থেকে-কন্যাকুমারীর-মধ্যে-সংযোগ-স্থাপন-করার-ভাবনা-কেন্দ্রীয়-পর্যটন-মন্ত্রীর-!

সোমবার জোজিলা টানেল পরিদর্শন করলেন নীতিন গড়করি । সংগৃহীত ছবি

চলমান কাজ পরিদর্শন করতে জোজিলা টানেল সফর করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। সোমবার জোজিলা টানেল পরিদর্শনের সময় নীতিন গড়করির সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, আমরা সঠিক অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করব। তিনি আরও বলেছেন, এই টানেল তৈরি হলে পর্যটন ২-৩ গুণ বৃদ্ধি পাবে এবং জম্মু ও কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টুইট করে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে এশিয়ার দীর্ঘতম টানেল জোজিলা টানেল পরিদর্শন করেছি। জম্মু ও কাশ্মীরে ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১৯টি টানেল তৈরি করা হচ্ছে। এর অধীনে জোজিলায় ৬৮০০ কোটি টাকা ব্যয়ে ১৩.১৪ কিলোমিটার দীর্ঘ টানেল এবং অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ চলছে। তিনি জানান, এই প্রকল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারত সরকার ৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে।

জোজিলা টানেলটি সম্পূর্ণ হওয়ার পর জম্মু ও কাশ্মীরে  পর্যটন  ও বিভিন্ন ধরনের কাজের সুযোগ  ২-৩ গুণ বাড়বে বলে দাবি করলেন কেন্দ্র সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি।সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা  এবং সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে জোজিলা টানেল তৈরির কাজ পরিদর্শন  করেন তিনি।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মাঝআকাশে-বিমানকর্মীকে-নিগ্রহ!-দিল্লিতে-ফিরল-এয়ার-ইন্ডিয়ার-বিমান-! Read Next

মাঝআকাশে বিমানকর্মীকে ন...