You will be redirected to an external website

Nitish Kumar:যন্ত্রণায় কাতর, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নীতীশ কুমার

Nitish-Kumar:যন্ত্রণায়-কাতর,-গুরুতর-অসুস্থ-অবস্থায়-হাসপাতালে-নীতীশ-কুমার

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নীতীশ কুমার

 টানা ৩ মাস ধরে লাগাতার নির্বাচনী প্রচারের পর অবশেষে সাফল্য এসেছে। দিল্লিতে ফের এনডিএ সরকার গঠনের অন্যতম কারিগর হয়ে উঠেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। নির্বাচনী যুদ্ধে জয়লাভের পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে বিহারের মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বিহারে (Bihar)। সেখানে উপস্থিত হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, সেখানেই সহকর্মীদের জানিয়েছিলেন হাতে প্রবল যন্ত্রণার কথা। শুক্রবার রাতে যন্ত্রণা আরও প্রবল আকার নেয়। এর পর সকালে পরিস্থিতি আরও গুরুতর আকার নিলে তাঁকে নিয়ে যাওয়া হয় পাটনার এক হাসপাতালে (Hospital)। সেখানে অর্থোপেডিক বিভাগে চিকিৎসকরা তাঁর হাতের পরীক্ষা নিরীক্ষা করেন। পর্যাপ্ত বিশ্রামের নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নির্বাচন উপলক্ষে অত্যন্ত ব্যস্ত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারে লাগাতার প্রচার তো বটেই। দিল্লিতেও দফায় দফায় সফর করতে হয়েছে নীতীশকে। এনডিএ সরকার গঠনের পর সেই ব্যস্ততা আরও কিছুটা বেড়েছে নীতীশের। গত ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহন অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। সেখান থেকে শুক্রবার পাটনা ফিরে মন্ত্রিসভার বৈঠক করেন তিনি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বৃষ্টির-অপেক্ষায়-তিতিবিরক্ত-দক্ষিণবঙ্গের-মানুষ,-কী-জানাল-হাওয়া-অফিস? Read Next

বৃষ্টির অপেক্ষায় তিতিবি...