You will be redirected to an external website

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনক্স

সাহিত্যে-নোবেল-পেলেন-ফরাসি-লেখিকা-অ্যানি-এরনক্স

৮২ বছর বয়সী আর্নাক্স-কে বিশ্ব সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়

ঘোষিত হল ২০২২ সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম৷ বিশ্ব সাহিত্যে অবদানের জন্য নোবেল নোবেল পেলেন অ্যানি আর্নাক্স ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। 

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স। সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ম্যাটস মালম বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে বিজয়ীর নাম ঘোষণা করেন। নোবেল কমিটি বলেছে, ৮২ বছর বয়সী আর্নাক্স-কে "সাহস ও ক্লিনিকাল তীক্ষ্ণতার সাহায্যে তিনি ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সম্মিলিত সংযম উন্মোচন করেছেন।" ১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেওয়া হয়েছে। পেয়েছেন সব মিলিয়ে ১১৯ জন।

AUTHOR :Ranjit Panji

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘জলের-তোড়ে-ভেসে-যাচ্ছিল-বাচ্চাটা,-হাতটা-ধরেও-ফেলেছিলাম,-কিন্তু-ধরে-রাখতে-পারলাম-না’ Read Next

‘জলের তোড়ে ভেসে যাচ্ছি...