গরমে অতিষ্ঠ স্বাভাবিক জনজীবন! সংগৃহীত ছবি
হাঁসফাঁস গরমে রীতিমতো অতিষ্ঠ তিলোত্তমার স্বাভাবিক জনজীবন। দুপুরের দিকে রাস্তায় বেরোনো দায়, একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। কলকাতা লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা গরমে কাহিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরমের দাপট থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অস্বস্তিকর গরম ও গুমোট আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ যখন গরমে নাজেহাল, সেই সময় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।