লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর
লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর। পাহাড়ি জেলাগুলিতে নামছে ধস। ভাঙছে সেতু। রাস্তার উপর দিয়ে বইছে নদী। প্লাবিত তিস্তা বাজার-সহ বিস্তীর্ণ এলাকা। তথৈবচ দশা ডুয়ার্সেরও।
ভারী থেকে অতিরিক্ত ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত উত্তরের পাহাড়-সমতলের বিস্তীর্ণ এলাকা। ধস নেমে মিরিক বাইপাস রোডে যান চলাচল বন্ধ হয়েছে। জোরবাংলো থেকে তিস্তা রোডে ৩-মাইল থেকে ৬-মাইলের মধ্যে ভূমিধসের খবর মিলেছে। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ আছে। তিস্তা থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে কালিম্পং এবং পানবু সড়কেও। এদিকে বাঁধ ভেঙে লিস নদীর জল প্লাবিত করেছে বাগরাকোটের বিস্তীর্ণ এলাকা।
পাহাড়ে অতিবর্ষণের জেরে সমতলে তিস্তা, জলঢাকা সহ প্রতিটি নদীর জলস্তর বেড়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত গজলডোবার তিস্তা ব্যারাজ থেকে প্রতি ঘন্টায় ৩ হাজার ২০০ কিউমেক জল ছাড়া হয়েছে। এর ফলে সমতলে নদী উত্তাল হয়েছে। সেচ দপ্তরের তরফে দোমহানি এলাকায় তিস্তায় ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ এলাকায় তিস্তা বিপদসীমার উপর দিয়ে বইছে। এখানে ‘লাল’ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে জলঢাকা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।