এবার জলপথে পৌঁছে যাওয়া যাবে বাংলাদেশ
এবার জলপথে ভারত-বাংলাদেশ যোগ হতে চলেছে খুব শীঘ্রই। মুর্শিদাবাদ জেলার লালগোলা দিয়ে জলপথে যোগাযোগের কাজ চলছে। লালগোলায় তৈরি হচ্ছে নয়া বন্দর। ময়াগ্রামে পদ্মা নদীর পাড়ে তৈরি করা হচ্ছে এই জলবন্দর।
ভারত বাংলাদেশের মৈত্রী স্থাপনে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতেই এই দেশ থেকে পণ্য সহজেই পৌঁছে যাবে ওপারে। শুধু তা-ই নয় ত্রিপুরাতেও পণ্য পৌছবে সহজেই, দুরত্ব কমবে অনেকটাই। ঠিক তেমনই ওপার থেকে পণ্য পৌঁছে যাবে ভারতে।
জলপথে ভারত বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে লালগোলার নয়াবন্দর। লালগোলার পণ্ডিতপুরে চলছে এই জলবন্দর তৈরির কাজ। এপারে নয়াগ্রাম ও ওপারে সুলতানঞ্জে তৈরি হচ্ছে এই বন্দর। নদীপথে প্রাথমিক ভাবে কয়লা, বালি, পাথর ও ছাই-সহ বিভিন্ন সরঞ্জাম আদানপ্রদান করা হবে। ভারত থেকেই রেলপথ, সড়কপথ বা বিমানপথে যায় পণ্য। তবে এবার জলপথেও যাবে।