এবার শাহাজাহানের স্ত্রী-কে ডেকে পাঠাল ইডি
শেখ শাহজাহানের সহযোগী হাসান রিন্টু ও স্ত্রী তসলিমা বিবিকে তলব ইডির। মঙ্গলবারই ডেকে পাঠানো হয়েছে হাসানকে। অপরদিকে, তসলিমাকে আগামিকাল ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই হাসান এন্টার প্রাইসের কর্তা বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন চিংড়ি মাছের ব্যবসার আড়ালে ১৩৭ কোটি কালো টাকা সাদা করেছেন শাহজাহান। উঠে আসছে দু’টি সংস্থার নাম। সূত্রের খবর, মাছের রফতানির কাজ করতে এই দুই সংস্থা। তাঁদের হাত ধরেই শাহজানের সংস্থায় ওই পরিমাণ টাকা ঢুকেছিল বলে ইডি আদালতে জানিয়েছিল। বস্তুত, এর আগে জমি দখল করে মাছের ভেড়ি নির্মাণ নিয়ে শাহজাহান-শিবু হাজরার বিরুদ্ধে মুখ খুলেছিলেন সন্দেশখালির সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ ছিল, মাছ ব্যবসা ঘিরে কয়েকশো কোটি টাকার রোজগার নিশ্চিত করতেই এই ব্যবস্থা। সন্দেশখালির নোনা জলে ফলে বাগদা চিংড়ি।
১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদের পর্ব। সূত্রের খবর, মূলত শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ইডির অফিসে তলব করা হয়েছিল তাঁকে। অপরদিকে, হাসানের কাছ থেকে চিংড়ি মাছ কিনতেন শাহজাহান এমনটাই তদন্তে উঠে এসেছে।